ঢাকা এবং চট্টগ্রাম সিটি নির্বাচন ২৮ এপ্রিল
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০১৫, ১০:৩৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তিন সিটি করপোরেশনের নির্বাচন আগামী ২৮ এপ্রিল।
আজ ১৮ মার্চ বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ তফসিল ঘোষণা করেন।
তিনি জানান, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ মার্চ। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হবে। ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার ভোটার ও প্রার্থীদের জন্য কিছু নির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এখন থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী এলাকায় সমস্ত বিলবোর্ড সরাতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে বিলবোর্ড না সরালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
১ মার্চ ২০১৫ পর্যন্ত ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৭ হাজার ৫৭১ এবং নারী ভোটার ১১ লাখ ২১ হাজার ৭৪২। সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৩৬ এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সংখ্যা ১২টি। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৮৭ এবং ভোটকক্ষের সংখ্যা ৫ হাজার ৮২৮।
ঢাকা দক্ষিণ সিটিতে মোট ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৯ হাজার ৭০ এবং নারী ভোটার ৮ লাখ ৬১ হাজার ২৯৩। সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৫৭ এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সংখ্যা ১৯। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৮৭৩ এবং ভোটকক্ষের সংখ্যা ৪ হাজার ৪৩৯।
চট্টগ্রাম সিটিতে মোট ভোটার ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৪৪ হাজার ৫৬৩ এবং নারী ভোটার ৮ লাখ ৭৮ হাজার ৩২৯। সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৪১ এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সংখ্যা ১৪। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৭৫০টি এবং ভোটকক্ষের সংখ্যা ৫ হাজার ২৫০টি।