মাধবকুণ্ডে ঐতিহ্যবাহী বারুনী স্নান ও মেলায় পুণ্যার্থীদের ঢল
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০১৫, ৮:৫৩ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
আজ ১৮ ই র্মাচ ৩ই চৈত্র বুধবার মাধবকুণ্ডে অনুষ্ঠিত হচ্ছে বারুনী স্নান ও মেলা। প্রতিবারের ন্যায় এবারও হাজার হাজার পুণ্যার্থীদের ঢল নেমেছে।
সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে মাধবকুণ্ডে পর্যটকদের ঢল নেমেছে। বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত কার এমনকি ট্রাকে করে পর্যটকরা এসেছেন। প্রতি বছর বাংলা মধু কৃষ্ণা ত্রয়োদশীতে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিতত জলপ্রপাত ও পর্যটন স্পটে ঐতিহ্যবাহী বারুনী স্নানে আসেন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা। অনেকেই কুণ্ডে স্নান শেষে কিছু পানি সাথে নিয়ে যান- এ পানি পান করলে রোগ মুক্তির আশায়। স্নান শেষে মাধবেশ্বর মন্দিরে আগতরা নিজের মনবাসনা পূরণের জন্য পূজা দিয়ে যান।
বারুনী স্নান উপলক্ষে এ দিন জলপ্রপাত এলাকায় বসে বারুনী মেলা। মেলায় দেশিয় জিনিস পত্রের সমারোহে জমজমাট হয়ে উঠে। বারুনী স্নান ও মেলা উপলক্ষে সবধর্ম ও বর্ণের মানুষের মিলনমেলায় পরিণত হয় মাধবকুণ্ড জলপ্রপাত ও এর আশপাশের এলাকা।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বারুনী স্নানে বিভিন্ন স্থান থেকে প্রচুর গাড়ি আসায় যানযট সরাতে পুলিশকে হিমসিম খেতে হচ্ছে। তবে পুলিশ প্রশাসনের কঠোর সতর্কতার কারণে এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।