সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সরকারপন্থীদের পরাজয়
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৫, ১১:০৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশে আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে হেরে গেছে সরকারপন্থী আইনজীবীরা।
টানা তৃতীয় বারের মতো সভাপতি ও সম্পাদক সহ নয়টি পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা।
অন্য পাঁচটি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে হারিয়ে আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী খন্দকার মাহবুব হোসেন।
ইউসুফ হোসেন হুমায়ুন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং খন্দকার মাহবুব হোসেন বিএনপি চেয়ারপার্সনের একজন উপদেষ্টা।
এছাড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন।