হরিয়ানায় গীর্জায় হামলা, ক্রুশ সরিয়ে হনুমান মূর্তি রাখল দুষ্কৃতীরা
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৫, ২:১৫ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক ::
ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাটে মিশনারি স্কুলে দুষ্কৃতী দৌরাত্ম্যের জের কাটতে না কাটতেই এবার হরিয়ানায় এক নির্মিয়মান গীর্জায় হামলা চালানোর ঘটনা ঘটল। ভাঙচুর চালানোর পর কাইমরি গ্রামের ওই গীর্জায় হনুমানের মূর্তিও বসিয়ে দিয়ে যায় তারা। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
উইলিওয়ার্স গীর্জার ফাদার সুভাষ চাঁদ এ বিষয়ে ১৪ জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এর ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৪৭ (দাঙ্গা বাধানোর জন্য শাস্তি), ১৫৩এ (দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতায় উস্কানি), ২৯৫ (অন্য কারুর ধর্মকে অপমান করার জন্য প্রার্থনার স্থান ভাঙচুর, ক্ষতিগ্রস্ত করা), ৩৮০ (বাড়ি থেকে চুরি) এবং ৫০৬ (অপরাধ সংঘটন) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, দুষ্কৃতীরা ক্রুশ চিহ্নের জায়গায় বজরঙ্গবলীর মূর্তি এবং ভগবান রামের চিত্র সম্বলিত একটি পতাকা বসিয়ে দেয়। হামলাকারীরা ফাদারকে প্রাণে মারার হুমকিও দেয় বলে অভিযোগ।
ফাদারের আরও অভিযোগ, ওই নির্মিয়মান গীর্জা থেকে দুষ্কৃতীরা একটি কুলার সহ বেশ কিছু সামগ্রীও চুরি করে নিয়ে গেছে।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হিসার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৌরভ সিংহ জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।হরিয়ানার ক্রীস্টান ফ্রন্ট ঘটনার নিন্দা করেছে এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে।