লাটভিয়ায় পৌঁছেছে মার্কিন ট্যাংক ও সাঁজোয়া গাড়ি
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৫, ৮:৫৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আমেরিকা ১২০টি বেশি ট্যাংকসহ সাঁজোয়া গাড়ির একটি বহর লাটভিয়ায় পাঠিয়েছে বলে দেশটি নিশ্চিত করেছে। এ বহরে আব্রাহম ট্যাংক এবং ব্র্যান্ডি সাঁজোয়া গাড়ি রয়েছে বলে জানিয়েছে লাটভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গতকাল এ বহরটিকে রিগা মুক্ত বন্দরের মধ্য দিয়ে লাটভিয়া পৌঁছে দেয়া হয়েছে। লিবার্টি প্রমিজেজ নামের জাহাজ এ বহরকে রিগা পর্যন্ত বহন করেছে। বন্দর থেকে এ বহরকে খালাস করার সময় সেখানে মার্কিন সেনাবাহিনীর জেনারেল জন ও কর্নার উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, স্বাধীনতাকে রক্ষা করতে হবে এবং স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হবে। রিগায় মার্কিন দূতাবাসের টুইটার বার্তায় এ কথা বলা হয়েছে।
এ বহর মোতায়েনের মধ্য দিয়ে আমেরিকা ও তার মিত্ররা যে যৌথভাবে এগিয়ে এসেছে, তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়াকে দেখিয়ে দেয়া যাবে বলেও জানান তিনি।
এদিকে, লাটভিয়ার প্রতিরক্ষামন্ত্রী রেমন্ড ভেজোনিস এ বহর মোতায়েনকে স্বাগত জানিয়েছেন।
ক্রিমিয়া প্রজাতন্ত্র রাশিয়ার সঙ্গে একত্রীভূত হওয়ার পরিপ্রেক্ষিতে কথিত রুশ আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে পোল্যান্ড এবং বাল্টিক সাগরের তীরবর্তী দেশগুলোকে উপস্থিতি বাড়াতে আগ্রহী হয়ে উঠেছে আমেরিকা।