কৈলাশটিলার ৭ নম্বর কূপে গ্যাসের সন্ধান লাভ
প্রকাশিত হয়েছে : ৯ মার্চ ২০১৫, ৮:১৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের গোলাপগঞ্জের কৈলাশটিলার গ্যাস ক্ষেত্রের ৭ নম্বর নতুন কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
এ কূপ থেকে দৈনিক ৮০ থেকে এক কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজাত হিসাবে দৈনিক ৮০ ব্যারেল কনডেনসেট পাওয়া যাবে বলেও তারা জানান। গতকাল ৮ মার্চ রোববার থেকেই গ্যাস উত্তোলন শুরু হয়েছে।
গত বছর ১৭ সেপ্টেম্বর ২২০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শুরু করে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী কোম্পানি-বাপেক্স। খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কূপ খননে সময় লেগেছে প্রায় ছয় মাস। প্রথমে কর্মকর্তারা ধারণা করেছিলেন-এ কূপ থেকে বিপুল পরিমাণ তেল উত্তোলন সম্ভব হবে; কিন্তু তা হয়নি।
কৈলাশটিলা গ্যাসফিল্ডের ডিজিএম প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা জানান, এ কূপে তেলের স্তর পাওয়া যায়নি, তবে এটি একটি ভালো গ্যাস কূপ হবে।
গত বছর থ্রিডি সিসমিক জরিপ চালিয়ে কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের ৭ নম্বর কূপে তেল ও গ্যাসের সন্ধান পায় বাপেক্স।