প্রবাসী বাঙালীদের মধ্যে আনন্দের বন্যা
চ্যানেল আই ইউরোপ-এর কেরাত প্রতিযোগিতায় বাংলাদেশী বংশোদ্ভুত হানিফের প্রথম স্থান অধিকার
প্রকাশিত হয়েছে : ৯ মার্চ ২০১৫, ১১:০১ পূর্বাহ্ণ
লন্ডন সংবাদদাতা ::
চ্যানেল আই ইউরোপ এর আয়োজনে অনুষ্ঠিত কেরাত প্রতিযোগিতায় বাংলাদেশী বংশোদ্ভুত মো. হানিফ উদ্দিন প্রথম স্থান অধিকার করায় প্রবাসী বাঙালীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। তারা এর খুশির প্রকাশ হিসাবে স্থানে স্থানে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করছেন।
গতকাল ৮ মার্চ রোববার বার্মিংহামের বিয়া লাউঞ্জে অনুষ্ঠিত হয় বয়স ভিত্তিক দুই গ্রুপের কেরাত প্রতিযোগিতা। প্রথম গ্রুপে ছিলেন ৮ থেকে ১২ বছর বয়সী প্রতেযোগি। দ্বিতীয় গ্রুপে ছিলেন ১২ থেকে ১৬ বছর বয়সী প্রতিযোগি। বৃটেনের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন দেশের সাড়ে তিনশ প্রতিযোগীকে পেছনে ফেলে বাংলাদেশী বংশোদ্ভুত সিলেটের ফেঞ্চুগঞ্জের মানিককোনা গ্রামের আলহাজ এমাদ উদ্দিনের পুত্র ১২ বছর বয়সী বৃটিশ নাগরিক মো. হানিফ উদ্দিন প্রথম স্থান লাভের গৌরব অর্জন করে। সে বৃটেনের ফুলতলী সিলসিলার অন্যতম প্রতিষ্ঠান ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির ছাত্র। তার এই কৃতিত্বপূর্ণ সাফল্যে বৃটেনে বসবাসরত বাংলাদেশী ধর্মপ্রাণ নাগরিকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। মিষ্টি বিতরণ করে এর শুকরিয়া আদায় করা হচ্ছে বিভিন্ন স্থানে।
মাত্র ১২ বছর বয়েসী ছোট্ট এই শিশুর কণ্ঠে কুরআন তেলাওয়াতের সুরে বিচারক মণ্ডলীসহ উপস্থিত শ্রোতাবৃন্দ ও প্রতিযোগিতারা স্তম্ভিত হয়ে যান। তারা সবাই তার জন্য আল্লাহর দরবারে দুআ করেন।
প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমদ ফয়সাল চৌধুরী শোয়েব, ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম, দারুল হাদিস লতিফয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আশরাফুর রহমান।
পুরস্কার হিসাবে মো. হানিফ উদ্দিনকে একটি পারসনাল তোশিবা কম্পিউটার, একটি সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
তার এই সাফল্যে আনন্দ প্রকাশ করে ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির পরিচালক আলহাজ হাফিয সাব্বির আহমদ ও আলহাজ জসিম উদ্দিন বলেন, আল্লাহর কালাম কতো যে মধুর হানিফ উদ্দিনের তেলাওয়াত শুনলে তা অনুভব করা যায়। এতো কম বয়সে কুরআনের যে তালিম হানিফ উদ্দিন আত্মস্থ করতে পেরেছে এজন্য এই প্রতিষ্ঠানের একজন পরিচালক হয়ে আমরা গৌরব বোধ করছি। তারা মো. হানিফ উদ্দিনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির পরিচালক তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. রেজাউল হক মোক্তার বলেন, মহান আল্লাহ নেক কাজে প্রতিযোগিতা করার জন্যে উৎসাহীত করেছেন। আর পবিত্র কালাম তেলওয়াত সর্বশ্রেষ্ঠ প্রতিযোগিতা। মো. হানিফ উদ্দিন আল্লাহর কালাম তেলওয়াত প্রতিযোগিতায় প্রথম হয়ে নেক কাজে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান বলেন, কেরাত প্রতিযোগিতায় হানিফ উদ্দিনের প্রথম স্থান অর্জন আমাদের জন্য গৌরবের ব্যাপার। আমরা এ দিনকে আমাদের ঈদের দিন হিসাবে মনে করেছি। তার এই কৃতিত্বের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠনানের মুখ উজ্বল হয়েছে।