রশিদপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
প্রকাশিত হয়েছে : ২ মার্চ ২০১৫, ৫:০৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট-আখাউড়া রেলপথের হবিগঞ্জ জেলার রশিদপুর স্টেশন এলাকায় তেল পরিবহনের খালি একটি বগি লাইচ্যুত হলে আজ ২ মার্চ সোমবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে সিলেটের সাথে ঢাকা ও চট্রগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শায়েস্তাগঞ্জে আটকা পড়েছে সিলেটগামী উদয়ন ও শ্রীমঙ্গলে আটকা পড়ে ঢাকাগামী কালনি ট্রেন।
শমশেরনগর স্টেশন মাস্টার আব্দুল আজিজ জানান, সিলেট থেকে চট্রগ্রামগামী জ্বালানি তেল পরিবহনকারী একটি ট্রেনের খালি বগির চারটি চাকা রশিদপুর এলাকায় লাইনচ্যুত হয়। এ অবস্থায় শায়েস্তগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন। অপরদিকে শ্রমিঙ্গল স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেসে ট্রেন।
গণপূর্ত (রেল)-এর উপসহকারী প্রকৌশলী আলী আজহম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থরে গেছে। দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধারের পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হবে।