জুড়ী উপ-নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, আজ বাছাই
প্রকাশিত হয়েছে : ২ মার্চ ২০১৫, ৭:৩৪ পূর্বাহ্ণ
জুড়ী প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন প্রার্থী।
তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন থাকায় গতকাল ১ মার্চ রোববার ৭ প্রার্থীই সহকারী রিটার্নিং অফিসার ও জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
গতকাল রোববার দুপুর দু’টার পর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা কমপ্লেক্সে এসে মনোনয়ন পত্র দাখিল করেন- আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. বদরুল হোসেন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী প্রয়াত উপজেলা চেয়ারম্যান এমএ মুমীত আসুকের স্ত্রী গুলশান আরা চৌধুরী মিলি, জুড়ী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল মক্তদীরের মেয়ে হাজী হুসনে আরা বেগম, জুড়ী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীন শিক্ষাবিদ আলহাজ্ব মো. তাজুল ইসলাম, প্রয়াত উপজেলা চেয়ারম্যান এমএ মুমীত আসুকের ছোট ভাই এম এ মুজিব মাহবুব, জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত শিপলু।
এদিকে জুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী মুজিবুর রহমান ও গত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুস শহীদ মনোনয়নপত্র কিনলেও জমা দেয়নি।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, আমাদের অফিস থেকে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। আর জমা দিয়েছেন ৭ জন প্রার্থী।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার জহিরুল ইসলাম বলেন, জেলা সদর থেকে কোন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় এবং জমা দেয়নি। আজ ২ মার্চ সোমবার মৌলভীবাজারে মনোনয়নপত্র বাছাই করা হবে।