আমেরিকায় কৃষ্ণাঙ্গদের তুলনায় শ্বেতাঙ্গদের সম্পদ ১২ গুণ বেশি
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ৯:৩৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মার্কিন সমাজে কৃষ্ণাঙ্গ ও হিসপানিক নাগরিকদের তুলনায় শেতাঙ্গদের সম্পদের বৈষম্য অতীতের যেকোন সময়ের তুলনায় এখন সর্বোচ্চ পর্যায়ে এসে দাঁড়িয়েছে বলে একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
আরবান ইন্সটিটিউট থেকে প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন শেতাঙ্গদের সম্পদের পরিমাণ কৃষ্ণাঙ্গদের তুলনায় ১২ গুণ এবং হিসপানিকদের তুলনায় ১০ গুণ বেশি।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১৩ সালের হিসাব অনুযায়ী, প্রতিটি শেতাঙ্গ পরিবারের গড় সম্পদের দাম ১,৩৪,০০০ ডলার। অথচ একই সময়ে সেখানে প্রতিটি কৃষ্ণাঙ্গ ও হিসপানিক পরিবারের সম্পদের পরিমাণ ছিল যথাক্রমে ১১,০০০ এবং ১৩,৭০০ ডলার।
বিশেষজ্ঞরা বলেছেন, মার্কিন সমাজে অর্থনৈতিক বৈষম্য দিন দিন বেড়েই চলেছে এবং এক্ষেত্রে উন্নতির কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
‘প্রিন্সিপল মিডল ইস্ট অল্টারনেটিভস’র কর্মকর্তা হাসান মুনিমনেহ ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল প্রেস টিভিকে বলেছেন, কৃষ্ণাঙ্গ পরিবারগুলোর বেশিরভাগ অংশই নিজেদেরকে একঘরে এবং বৈষম্যের শিকার বলে মনে করে।
আরবান ইন্সিটিউটের কর্মকর্তা সাইন মেরি ম্যাককারনান বলেন, মার্কিন সমাজে এই শ্রেণি বৈষম্যের পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এর একটি হলো কৃষ্ণাঙ্গ ও হিসপানিক সমাজের কম অংশই বাড়ির মালিক অথবা তাদের অনেকেই পেনশন সুবিধা থেকে বঞ্চিত।
তিনি আরো বলেন, শেতাঙ্গদের শতকরা ৪৭ ভাগই পেনশন সুবিধা পেয়ে থাকেন যেখানে কৃষ্ণাঙ্গ ও হিসপানিকদের মধ্যে এই সংখ্যা যথাক্রমে ৪০ ভাগ এবং ২৮ ভাগ। অন্যদিকে আমেরিকায় ৫.৬ ভাগ বেকারের বেশীরভাগই কৃষ্ণাঙ্গ ও হিসপানিক নাগরিক।