মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ নাশিদ গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ৫:৩৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ নাশিদকে গতকাল রোববার সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
তিন বছরের বেশি সময় আগে ক্ষমতায় থাকাকালে এক বিচারককে বেআইনীভাবে আটক রাখার অভিযোগ আনা হয়েছে নাশিদের বিরুদ্ধে।
মুহাম্মদ নাশিদ হলেন দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট। তিনি ২০০৮ সালে ক্ষমতায় আসেন। কিন্তু এর চার বছর পর পুলিশ ও সেনাবাহিনীর বিদ্রোহের মুখে পদত্যাগ করতে বাধ্য হন।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে এ সংক্রান্ত মামলায় গ্রেফতার এড়াতে দেশটিতে অবস্থিত ভারতীয় হাইকমিশনে আশ্রয় নিয়েছিলেন মুহাম্মদ নাশিদ। এরপর ওই বছরের নভেম্বরে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন। কিন্তু নির্বাচনে তিনি সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমের সৎভাইয়ের কাছে হেরে যান।