বড়লেখায় ২২ লক্ষ টাকা ব্যয়ে ৯৮ পরিবারের মধ্যে বিদ্যুতায়ন
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৫, ৬:২৬ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি গতকাল ২০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের দাসপাড়া-হলদিরপার গ্রামে প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে ৪৫ পরিবার ও বিকেলে দাসেরবাজার ইউনিয়নের মাইজমজুরী গ্রামে প্রায় ৮লক্ষ টাকা ব্যয়ে ৫৩ পরিবারের মধ্যে বিদ্যুতায়নের উদ্বোধনী করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, উৎপাদনে উন্নয়ন নীতির আলোকে সরকার কৃষকদের উন্নয়নে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করছে। ফলে দেশের কৃষি খাতে সহজেই সেচ সুবিধার কারনে উৎপাদন বেড়েছে, বেড়েছে শিল্পকলকারখানাও। গবেষণা ছাড়া কৃষি উন্নয়ন সম্ভব নয়। আর গবেষকরা যাতে গবেষণা কার্যক্রম আরও সুন্দরভাবে করতে পারে সে ব্যাপারে সরকার যথেষ্ট আন্তরিক।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎসহ প্রতিটি খাতে ব্যাপক উন্নয়ন করে চলেছেন। সাধারণ মানুষের ভাগ্যান্নোয়নে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার অসামান্য সাফল্য অর্জন করেছে, আগামীতেও করবে।
শুক্রবার সকালে উপজেলার ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়নের দাসপাড়া-হলদিরপার গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি আ.লীগের সভাপতি আব্দুস শুক্কুরের সভাপতিত্বে ও সম্পাদক খায়রুল আলম নুনুর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, এপিপি গোপাল দত্ত, ডিজিএম নিল মাধব বণিক, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন, ইউপি যুবলীগ সম্পাদক বদরুল আলম উজ্জল, ছাত্রলীগ নেতা সরুপ রায় প্রমুখ।
এদিকে একই দিন বিকেলে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের মাইজমজুরী গ্রামে প্রায় ৮লক্ষ টাকা ব্যয়ে ৫৩ পরিবারের মধ্যে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।