কমলগঞ্জে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ১৪ দলের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০১৫, ২:১২ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ১৪ দলের উদ্যোগে কমলগঞ্জে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
আজ ২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল শেষে ভানুগাছ চৌমুহনা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেনের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদুল আলম প্রমুখ।