-আলহাজ হাফিয সাব্বির আহমদ
তালামীযে ইসলামিয়া সহিহ আকীদার এক অনন্য প্রতিষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০১৫, ১:২২ অপরাহ্ণ
লন্ডন সংবাদাদাতা :
আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিয়য়ক সম্পাদক ও তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ হাফিয সাব্বির আহমদ বলেছেন, তালামীযে ইসলামিয়া সহিহ আকীদার এক অনন্য প্রতিষ্ঠান। সংগঠনটি সুদীর্ঘ ৩৫ বছরের পথ পরিক্রমায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে উড্ডীন করার জন্য অনেক লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। মানবরচিত মতবাদ আর অনৈসলামিক কার্যকলাপের বিরুদ্ধে সংগঠনটি শুরু থেকেই প্রতিবাদ প্রতিরোধের নজরানা পেশ করে আসছে। সাথে সাথে ইসলাম নামধারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের মুখোশ উন্মোচন করে দিয়ে সত্যিকারের ইসলামি আন্দোলনের রূপরেখা জনসমক্ষে তুলে ধরেছে।
তিনি বলেন, সহি আকীদা বিশ্বাসের আলোকে এদেশের ছাত্র সমাজকে উদ্বুদ্ধ ও এর আলোকে তাদের জীবন পরিচালনা জন্য শতাব্দির শ্রেষ্ঠতম মুজাদ্দিদ শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা ১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’ প্রতিষ্ঠা করেন। বর্তমানে সারাদেশে তালামীযে ইসলামিয়ার কয়েক লক্ষ কর্মী বাহিনী আল্লাহর রাসুলের আদর্শ বাস্তবায়নে কাজ করেছে।
তালামীযের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি বৃটেনের ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রিতে ‘ইসলামি আন্দোলনে তালামীযের ৩৫ বছর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির পরিচালক ও তালামীযের সাবেক নেতা আলহাজ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও প্রিন্সিপাল মাওলানা আবুল হাসানের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ এমাদ উদ্দিন, মো. রেজাউল হক মোখতার প্রমুখ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো. সাইফুদ্দীন।
সভাপতির বক্তব্যে আলহাজ জসিম উদ্দিন বলেন, তালামীযে ইসলামিয়া একটি হকপন্থী ইসলামি সংগঠনের নাম। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি আল্লাহ, আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, তাবে তাবেয়ীন ও আউলিয়ায়ে কেরামের আদর্শ বাস্তবায়নে কাজ করছে। কোন ধরনের জ্বালাও, পোড়াও ও হানাহানি মারামারির বিপরীতে সুন্দর-সুশৃঙ্খলভাবে সংগঠনটি তার পথ চলা অব্যাহত রেখেছে।