মিয়ানমারের কোকাংয়ে জরুরি অবস্থা জারি
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ৫:৫২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মিয়ানমারের সংঘাতপূর্ণ শান প্রদেশের কোকাং এলাকায় গতকাল ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার জরুরি অবস্থা জারি করা হয়েছে।
চীনের সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় এলাকাটিতে সেনাবাহিনীর সঙ্গে কোকাং বিদ্রোহীদের সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী লড়াইয়ের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
গতকাল মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘গুরুতর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় মানুষের জীবন বিপদাপন্ন হয়ে পড়েছে। এ কারণে আজ থেকে (মঙ্গলবার) জরুরি অবস্থা ঘোষণা করা হলো।’
সংঘাতপূর্ণ অঞ্চলটির কর্তৃত্ব সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন। একই সঙ্গে সেখানে তিন মাসের জন্য সামরিক আইন জারি করা হয়েছে।
সেনাবাহিনীর সঙ্গে কোকাং বিদ্রোহীদের সংঘর্ষের কারণে অঞ্চলটি থেকে হাজারো মানুষ সীমান্ত পার হয়ে চীনে আশ্রয় নিয়েছেন। গত ছয় বছর তুলনামূলক শান্ত থাকার পর চলতি বছরের ৯ ফেব্রুয়ারি থেকে কোকাং এলাকায় সংঘর্ষ বেড়ে যায়।