জুড়ীতে ফেন্সিডিল ও নাসির বিড়ি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৫৪ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
জুড়ী উপজেলার সীমান্তবর্তী ১৮২৮নং মেইন পিলার সংলগ্ন এলাকা থেকে ফুলতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা রোববার রাতে ৭০ বোতল ফেন্সিডিল ও ৩১ হাজার পিছ নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করেছে।
জানা যায়, জুড়ী উপজেলার রাজকীমধুর ঘাট এলাকা দিয়ে চোরাই পথে মাদক দ্রব্য ও বিড়ি পাচারের খবর সোর্স মাধ্যমে জানতে পারে ফুলতলা ক্যাম্পের বিজিবি সদস্যরা। ওই এলাকায় অভিযান পরিচালনার খবর পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় সেখান থেকে ভারতীয় ৭০ বোতল ফেন্সিডিল ও ৩১ হাজার নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করে বিজিবি।
ফুলতলা ক্যাম্পের হাবিলদার ইয়াকুব মাদক দ্রব্য উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে।