স্থগিত হলো বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৫, ৯:৫০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের মধ্যে ডাকা হরতালের কারণে বৃহস্পতিবার অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
আজ ১১ ফেব্রুয়ারি বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আশা করেছিলাম বিএনপি হরতাল প্রত্যাহার করবে। কিন্তু তাদের মনে দয়া হয়নি। তারা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করেনি।’
তিনি বলেন, ‘হরতালে সহিংসতা চলছে। হরতালের নামে বাসে পেট্রোলবোমা মারা হচ্ছে। এ অবস্থায় আমরা শিক্ষার্থীদের হুমকির মধ্যে ঠেলে দিতে পারি না। ফলে বৃহস্পতিবারে এসএসসি পরীক্ষা স্থগিত করা হলো। এ বিষয়ে বিকল্প কোনো তারিখ দিচ্ছি না। আমরা আশা করবো বিএনপি শিক্ষার্থীদের প্রতি একটু দয়াবান হবেন।’
পরে কোনো এক সময় বৃহস্পতিবারের পরীক্ষার পরবর্তী তারিখ জানিয়ে দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আশায় তাকিয়ে থাকলাম। হয়তো তাদের মনে একটু দয়া হবে।’
আগামী শুক্র ও শনিবারের পরীক্ষাসহ অন্যান্য সব পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
১২ ফেব্রুয়ারি এসএসসিতে ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধ ধর্ম শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্ট ধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল।
এদিন দাখিলে ফিকহ ও উসুলুল ফিকহ্ এবং এসএসসি ভোকেশনালে পদার্থ বিজ্ঞান-২ (১৯২৫) (সৃজনশীল), পদার্থ বিজ্ঞান-২ (৮১২৪) (সৃজনশীল/সাধারণ) ও দাখিল ভোকেশনালে পদার্থ বিজ্ঞান-২ (১৭২৫) (সৃজনশীল), পদার্থ বিজ্ঞান-২ (৮৫২৫)বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিল।
গতকাল ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ২০ দলের ডাকা হরতাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন।
এর আগে হরতালের কারণে এসএসসি পরীক্ষা শুরুর দিন গত ২ ফেব্রুয়ারির এবং ৪,৮ ও ১০ ফেব্রুয়ারির পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়।