কুলাউড়ায় নাশকতাকারীদের মোটর সাইকেল পুড়িয়েছে জনতা
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৫, ৯:৪২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়কের মাহতাব ছায়েরা স্কুলের সামনে নাশকতাসৃষ্টিকারীদের ১টি সাইকেল পুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। মোটর সাইকেলসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে আজ ১১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া ও জুড়ী উপজেলার কিছু জামায়াতশিবির কর্মী কয়েকটি মোটর সাইকেল যোগে এসে মাহতাব ছায়েরা স্কুলের সম্মুখে বুধবার দুপুরে হরতালের সমর্থনে মিছিল দিয়ে যানবাহন ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় পরিবহন শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করে। উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে জামায়াত শিবিরের ব্যবহৃত ১ টি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। অপর আরেকটি মোটর সাইকেলে আরোহীরা পালিয়ে যাওয়ার সময় সাইকেলের ওপর কোদাল নিক্ষেপ করলে সে পড়ে আহত হয়। পরে তাকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত সাইদুল খান জুড়ী উপজেলা ছাত্রশিবিরের নেতা বলে জানা গেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান স্থানীয় জনতা কর্তৃক ১ টি মোটরসাইকেল পুড়ানো ও শিবির নেতাকে আটকের সত্যতা স্বীকার করেছেন।