বড়লেখায় দুই জামায়াত কর্মী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ৮:৩৪ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় দুই জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার গাঙ্গকুল এলাকা ও পৌর শহর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কাঁঠালতলী ইউপি’র বাসিন্দা দুদু মিয়া (২২) ও দক্ষিণভাগ ইউপি’র গাঙ্গকুল গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম (২৫)।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, হরতালের সময় নাশকতার প্রস্তুতি ও গাড়ি ভাঙচুর মামলায় এদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।