দিল্লিতে বিপুল ব্যবধানে এগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ৬:৪০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের সর্বশেষ পাওয়া ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। এএপির প্রতীক ঝাড়ু। ঝাড়ুর কাছে নাকানিচুবানি খেয়ে ভরাডুবির পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মোদি এর মধ্যে আগাম অভিনন্দন জানিয়েছেন কেজরিওয়ালকে।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ মঙ্গলবার সকালে শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়। সকাল সাড়ে আটটা নাগাদ ফলাফলের চিত্র স্পষ্ট হয়ে উঠতে থাকে।
বেলা সাড়ে ১১টা নাগাদ অধিকাংশ কেন্দ্রের ফলাফল পাওয়ার ব্যাপারে আশাবাদী নির্বাচন কমিশন। ফলাফল আজই জানা যাবে।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনের সর্বশেষ পাওয়া ফলাফলে এএপি এগিয়ে ৫৮ আসনে। বিজেপি এগিয়ে ১১টি আসনে। অন্য দল এগিয়ে একটিতে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, এএপি এগিয়ে ৫৮ আসনে। বিজেপি এগিয়ে ১১ আসনে। অন্য দল এগিয়ে একটিতে।
দিল্লি বিধানসভা নির্বাচনে এএপি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে আগেই কেন্দ্রফেরত একাধিক জরিপে আভাস দেওয়া হয়। অভ্যন্তরীণ খবরের ভিত্তিতে এএপি ধারণা করছিল, তারা ৫০ আসনের কম পাবে না। জয়ের আগাম আভাসে দলটির স্বেচ্ছাসেবক ও সমর্থকেরা ইতিমধ্যে উল্লাসে মেতে উঠেছেন।
কেন্দ্রফেরত জরিপে বিজেপিকে দেওয়া হয় ২৬ আসন। জরিপের এই অনুমান প্রত্যাখ্যান করে বিজেপি ও দলটির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদি। বিজেপির ধারণা, তারা ৩৪ থেকে ৩৮টি আসন পাবে।
নির্বাচনের এই ফলাফল শেষ পর্যন্ত আটুট থাকলে বিজেপিতে মোদি-অমিত শাহ জুটির নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে।
সর্বশেষ পাওয়া ফলাফলে কোনো আসনেই কংগ্রেস এগিয়ে নেই।