মহাসড়কে রাত ৯টার পর বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত
প্রকাশিত হয়েছে : ৯ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৫৭ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ চলাকালে রাত ৯টার পর আঞ্চলিক ও জাতীয় মহাসড়কে যাত্রীবাহী কোনো বাস চলাচল করবে না। রাত ৯টার মধ্যে যাত্রীবাহী বাস গন্তব্যে পৌঁছাবে। তবে ট্রাক চলাচল করবে দিন-রাত।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, অব্যাহত নাশকতার কারণে জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করেই রাত ৯টার পর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি খুবই সাময়িক ব্যবস্থা। যে কোনো সময় এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্ল্যা বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে যেসব বাস ছাড়বে তাদের রাত ৯টার মধ্যে গন্তব্য পৌঁছাতে হবে। তবে অভ্যন্তরীণ যেসব সড়ক-মহাসড়ক রয়েছে সেখানে রাত-দিন বাস-ট্রাক চলবে।
গত ৫ জানুয়ারির পর রাতে মহাসড়কে অবরোধ-হরতালকারীদের পেট্রোল বোমায় রংপুরের মিঠাপুকুর, গাইবান্ধা ও কুমিল্লার চৌদ্দগ্রামে ২১ জন দগ্ধ হয়ে প্রাণ হারান। এ ছাড়া বিভিন্ন স্থানে অবরোধকারীদের আগুন হামলা রাতেই বেশি হচ্ছে। এ পরিস্থিতিতে মহাসড়কে বাস চলচালের বিষয়ে রোববারও পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।