রাজনগরে মশারি বিতরণ
প্রকাশিত হয়েছে : ৯ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৫১ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
ম্যালেরিয়া আক্রান্তের ঝুঁকিতে থাকা মৌলভীবাজারের রাজনগর উপজেলার গড়গাঁও গ্রামে মশারি বিতরণ করা হয়েছে। আজ ৯ ফেব্রুয়ারি দক্ষিণ গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই গ্রামের ৯০০শ ব্যক্তির ম্যধ্যে মশারি বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, প্রধান শিক্ষক আব্দুল হাকিম, ইউপি সদস্য কায়েছ মিয়া, বিডিএসসির ম্যানেজার ওমর ফারুক, এমদাদ আহমদ প্রমুখ।
রাজনগর উপজেলার চা শ্রমিক ও ম্যালেরিয়ার ঝুঁকিতে থাকা ২৬টি গ্রামের লোকজনের মধ্যে বিতরণের জন্য আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফান্ড ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে ১৫ হাজার মশারী দেয়া হয়েছে।