কুলাউড়ায় ১০ প্রবাসী কমিউনিটি নেতা সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ৯ ফেব্রুয়ারি ২০১৫, ৮:৪৯ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ায় ১০ জন কমিউনিটি নেতাকে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ ফেব্রুয়ারি সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ সংলগ্ন কুলাউড়া শাহজালাল আইডিয়াল ইন্টান্যাশনাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধিত কমিউনিটি নেতারা হলেন, অনারারী কনসাল অব বাংলাদেশ, শিকাগো আমেরিকার মনির চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি এম এ সিতাব চৌধুরী, যুক্তরাজ্য কমিউনিটি লিডার ফারুক উদ্দিন সুন্দর, যুক্তরাজ্য যুবলীগের সিনিয়র সহসভাপতি জুবায়ের আহমদ সিদ্দিকি সেলিম, যুক্তরাজ্য কমিউনিটি লিডার আব্দুল্লাহ আল মুমিন, আব্দুল মুহিত সোহেল, এমদাদুল হক মাতাব, যুক্তরাজ্য লেবার পার্টি মনোনিত টাওয়ার হ্যামলেট কাউন্সিলর পদপ্রার্থী ডা. সাবিনা আক্তার, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সায়েদুল সুহেদ, যুক্তরাজ্য কমিউনিটি নেত্রী নার্গিস পারভিন প্রমুখ।
প্রতিষ্ঠানের চেয়াম্যান শামিমা আক্তারের সভাপতিত্বে ও শিক্ষক এম আর তাহরীমের পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, ছকাপন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল খালিক, মাহতাব ছাহেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা দে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ছুরুক।
উল্লেখ্য, সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ১৬৫ জন শিক্ষার্থীদের হাতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।