কুলাউড়ায় ১৪দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ৮ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০১ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
হরতাল অবরোধ ডেকে পেট্রোল বোমায় পুড়িয়ে নিরীহ মানুষ হত্য, শিক্ষা, অর্থনীতিসহ দেশ ও জাতির ভবিষৎ ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়ায় ১৪ দলের আয়োজনে আজ ৮ ফেব্রুয়ারি রোববার বিকেল ৫টার দিকে পৌর শহরের স্টেশন চৌমোহনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সৈয়দ কামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও উপজেলা জাসদের সম্পাদক ময়নুল ইসলাম শামীমের পরিচালনায় সংক্বষিপ্ক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় সংসদ সদস্য মো. আব্দুল মতিন, উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, জাসদ কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দীন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ, আতাউর রহমান আতা, সাবেক সভাপতি মুকিম উদ্দিন আহমদ, সম্পাদক রফিকুল ইসলাম রেনু, উপজেলা যুবলীগের সভাপতি বদরুল ইসলাম বদর, উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক কামরুল বক্স প্রমুখ।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।