বড়লেখায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৭ ফেব্রুয়ারি ২০১৫, ৮:০৫ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় পিসি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জাবেদ-এমাদ জুটি ৩-২ সেটে সালাম-ইয়াহিয়া জুটিকে হারিয়ে চ্যাম্পয়িন ট্রফি অর্জন করে।
খেলা পরবর্তী ব্যাডমিন্টন এ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক সজলের সভাপতিত্বে ও এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেহান পারভেজ রিপনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ স¤পাদক আনোয়ার উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউপি চেয়ারম্যান নছিব আলী, জেলা যুবলীগের সহ-সভাপতি কামরান চোধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান চুন্নু প্রমুখ।
বিজয়ীদের হাতে চ্যাম্পয়িন ট্রফি তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন সহ অতিথিবৃন্দরা।