ত্রিপক্ষীয় বৈঠকে বসছে চীন-জাপান এবং দক্ষিণ কোরিয়া
প্রকাশিত হয়েছে : ৭ ফেব্রুয়ারি ২০১৫, ৮:৩৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
চীন-জাপান এবং দক্ষিণ কোরিয়ার আগামি মাসে পররাষ্ট্রমন্ত্রীরা ত্রিপক্ষীয় বৈঠকে বসতে সম্মত হয়েছে। বিতর্কিত দ্বীপ নিয়ে বেইজিং-টোকিও সম্পর্ক তিক্ত হয়ে ওঠার প্রায় তিন বছর পর ত্রিপক্ষীয় এ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।
জাপানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গতকাল শুক্রবার জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইয়ুন বাইউং মার্চের শেষ দিকে বৈঠকে বসতে সম্মত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জাপানের সরকারি মুখপাত্র ইউশিহাইদ সুগা বৈঠকের খবরটি নিশ্চিত করেছেন। বৈঠকের সঠিক তারিখ ও স্থান কূটনীতিবিদরা নির্ধারণ করবে বলেও জানান তিনি।
অর্থনীতি, জ্বালানি এবং সন্ত্রাস বিরোধী পদক্ষেপসহ বেশ কিছু আঞ্চলিক বিষয় বৈঠকে আলোচিত হবে।
২০১২ সালের পর এই প্রথম ত্রিপক্ষীয় অংশ নিতে চলেছে দেশ তিনটি। পূর্ব চীন সাগরের দিয়াইউ বা সেনকাকু দ্বীপ নিয়ে চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। জাপান ২০১২ সালে দ্বীপটিকে জাতীয়করণ করার পর থেকে প্রায়ই চীনা জাহাজ ও বিমান বিতর্কিত অঞ্চল দিয়ে টহল দেয়। চীনও ওই দ্বীপের মালিকানা দাবি করে আসছে। দিয়াইউ বা সেনকাকু দ্বীপের সার্বভৌমত্ব ছাড়ের বিষয়ে কোনো আপোষ করবে না বলে এর আগে ঘোষণা করেছে টোকিও এবং বেইজিং।