মৌলভীবাজারে হরতাল-অবরোধ-সহিংসতার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৫ ফেব্রুয়ারি ২০১৫, ১০:৫০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পেট্রোল বোমা মেরে মানুষ পুড়ানো , শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ও এসএসসি পরীক্ষাকালে হরতাল ও অবরোধ দেওয়ার প্রতিবাদে মৌলভীবাজার শহরের প্রেসক্লাব প্রাঙ্গণে আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল এগারটায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। অপরদিকে একই সময়ে শহরের চৌমোহনা চত্বরে ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ এই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ ও পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করেছে। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ছাত্র-ছাত্রীরা হাতে লেখা প্লেকার্ড এবং ফেস্টুন নিয়ে চলমান হরতাল অবরোধে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত হওয়ায় প্রতিবাদ জানায়।