পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৫ কাস্টমস কর্মকর্তা নিহত
প্রকাশিত হয়েছে : ৫ ফেব্রুয়ারি ২০১৫, ৫:৫৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পাকিস্তানের খাইবার-পাকতুনখোয়া প্রদেশের কোহাটে অজ্ঞাত অস্ত্রধারীদের গুলিতে পাঁচ কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছে। জেলার পুলিশ প্রধান শুয়াইব আশরাফ বলেছেন, তিন অস্ত্রধারী কাস্টমসের কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরো একজন।
তিনি বলেন, হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু এটি নিশ্চিতভাবেই একটি সন্ত্রাসী কাজ। অপর পুলিশ কর্মকর্তা ইকবাল মোহমান্দ বলেছেন, হামলার পর রাতের অন্ধকারে পায়ে হেঁটে ওই এলাকা ত্যাগ করে সন্ত্রাসীরা।
কাস্টমসের এক কর্মকর্তাও ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, সন্ত্রাসী হামলায় আমাদের পাঁচ কর্মকর্তা নিহত হয়েছে। পাকিস্তানের বিভিন্ন স্থানে মাঝে মধ্যেই সরকারি কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বিশেষকরে পোলিও টিকাদান কর্মসূচির সঙ্গে জড়িত ব্যক্তিরা সবচেয়ে বেশি হামলার শিকার হন।