তাইওয়ানে বিমানের নদীতে জরুরি অবতরণ, নিহত ৯
প্রকাশিত হয়েছে : ৪ ফেব্রুয়ারি ২০১৫, ৫:২৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
তাইপে নদীতে জরুরি অবতরণ করা তাইওয়ানভিত্তিক ট্রান্সএশিয়ার বিমানটির ৯ আরোহী নিহত হয়েছেন।
আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে ৫৮ জন আরোহী নিয়ে এটিআর৭২-৬০০ বিমানটি তাইপে সংশান বিমানবন্দর থেকে কিনমেন বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। উড্ডয়নের বিধ্বস্ত অবস্থায় তাইপে নদীতে নিমজ্জিত হয়। এ পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানটির ভেতরে এখনো বেশ কয়েকজন যাত্রী আটকা পড়ে রয়েছেন।
তাইওয়ানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিএনএ ও দেশটির অন্যান্য গণমাধ্যমে বলা হয়েছে, বিমানটি প্রথমে নদীতীরবর্তী একটি ব্রিজের ওপর আছড়ে পড়ে। পরে তা নদীতে নিমজ্জিত হয়।
এদিকে, দুর্ঘটনার পর জরুরি অভিযান শুরু করেছেন উদ্ধারকর্মীরা। ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
এর আগে, ২০১৪ সালের জুলাইয়ে ট্রান্স এশিয়া এয়ারওয়েজের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪৮ জন নিহত হয়েছিল। বিমানটি ঘন কুয়াশায় বিধ্বস্ত হয়ে তাইওয়ানের পেঙ্গু দ্বীপপুঞ্জে পড়ে গিয়েছিল।