বড়লেখায় ইউপি সদস্য হত্যার প্রতিবাদে শোক র্যালি
প্রকাশিত হয়েছে : ৩ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৩৮ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখার ৪ন উত্তর শাহবাজপুর ইউপি’র সদস্য মজির উদ্দিন হত্যাকান্ডের ঘটনায় শোক র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শাহবাজপুর শ্রমিক ঐক্য পরিষদ শোক র্যালী ও প্রতিবাদ সভার আয়োজন করে।
আজ ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উত্তর শাহবাজপুর বাজারে শোক র্যালী বের করা হয়। শোক র্যালি পরবর্তীতে ইউপি পরিষদ প্রাঙ্গনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের শ্রমিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। শোক র্যালি ও প্রতিবাদসভা চলাকালে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল প্রকার যানবাহন বন্ধ রাখেন চালকরা।