মিশরে ১৮৩ জনের প্রাণদণ্ড বহাল রাখল আদালত
প্রকাশিত হয়েছে : ৩ ফেব্রুয়ারি ২০১৫, ৮:৪৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মিশরের একটি আদালত দেশটির বৃহত্তম ইসলামপন্থি সংগঠন ইখওয়ানুল মুসলেমিনের ১৮৩ জনের প্রাণদণ্ড বহাল রেখেছে। এদের মধ্যে ১৪০ জনের বেশি আটক থাকলেও বাকিরা পলাতক রয়েছেন।
২০১৩ সালে রাজধানী কায়রোর কাছে কারদেসা থানায় হামলার দায়ে তাদেরকে এ প্রাণদণ্ড দেয়া হয়েছিল। অন্তত ১১ জন পুলিশ নিহত হওয়ার দায়ে মিশরের গ্র্যান্ড মুফতির সুপারিশের ভিত্তিতে এ সব ব্যক্তিকে প্রাণদণ্ড দেয়া হয়। অবশ্য আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে।
২০১৩ সালের জুলাই মাসে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সামরিক বাহিনী উৎখাতের পর বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করলে এ হামলা চালানো হয়। মুরসির শত শত সমর্থকের বিরুদ্ধে প্রাণদণ্ড দেয়া হলেও এ পর্যন্ত কোনোটিই কার্যকর করা হয়নি।
ইসলামপন্থিদের বিরুদ্ধে বর্বরোচিত অভিযানের জন্য এরই মধ্যে কায়রোর কর্তৃপক্ষ বিশ্বব্যাপী নানা মহলের কঠোর সমালোচনার মুখে পড়েছে।