খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী আটক
প্রকাশিত হয়েছে : ২ ফেব্রুয়ারি ২০১৫, ৬:৩০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল ১ ফেব্রুয়ারি রোববার রাত ৮টার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। এরপর ফালুকে নেওয়া হয় মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ওই কর্মকর্তা।
বেসরকারি টেলিভিশন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু অ্যাসেসিয়েশন অব টেলিভিশন ওনার্সের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে গুলশান কার্যালয় থেকে বের হওয়ার পরই মোসাদ্দেক আলী ফালুকে রাত ৮টার দিকে আটক করে ডিবির একটি দল। সন্ধ্যা ৭টার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যান তিনি। প্রায় এক ঘণ্টা ফালু সেখানে অবস্থান করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, সন্ধ্যা ৭টার দিকে ফালু গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে যান।
গত ২৭ জানুয়ারি আরাফাত রহমান কোকোর মৃতদেহ স্বজনদের সঙ্গে দেশে নিয়ে আসেন মোসাদ্দেক আলী। এর আগে তিনি দেশের বাইরে ছিলেন।
উল্লেখ্য, গত বিএনপি সরকারের আমলে রাজধানীর রমনা এলাকা থেকে বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন মোসাদ্দেক আলী। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
পুলিশের একজন কর্মকর্তা জানান, ফালুকে কয়েকটি বিষয়ে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এরপর তাকে গ্রেফতার দেখানো হবে নাকি ছেড়ে দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি।