সেনাবাহিনী এবং রুশপন্থি অস্ত্রধারীদের মধ্যে সংঘর্ষে ইউক্রেনে ৪০ নিহত
প্রকাশিত হয়েছে : ২ ফেব্রুয়ারি ২০১৫, ৭:৫৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনী এবং রুশপন্থি অস্ত্রধারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ ব্যক্ত নিহত হয়েছে। দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে গত শনিবার বেলারুশের রাজধানী মিনস্কে নতুন করে শুরু করা আলোচনা কোনো সমঝোতা ছাড়া শেষ হয়।
গত শনিবার থেকে এ পর্যন্ত সংঘর্ষে ইউক্রেন সেনাবাহিনীর ১৫ জন, ১৩ জন রুশপন্থি অস্ত্রধারী এবং ১২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়।
এদিকে রুশপন্থি অস্ত্রধারীরা বলেছে, তারা ভুহলেহরস্ক শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং দেবাল্তসেভ শহরটি ঘিরে রেখেছে। কিয়েভ অবশ্য রুশপন্থিদের এই দাবি প্রত্যাখ্যান করেছে।
দোনেস্ক প্রজান্ত্রের স্বঘোষিত উপ-কমান্ডার এডওয়ার্ড বাসুরিন বলেছেন, তাদের যোদ্ধারা দেবাল্তসেভ শহরের ভেতর এবং এর আশপাশে কিয়েভের প্রায় ৮,০০০ সেনাকে অবরুদ্ধ করে রেখেছে। তবে ইউক্রেনের সেনাপ্রধান দাবি করেছেন, পুরো শহর নয় বরং রুশপন্থি অস্ত্রধারীরা দেবাল্তসেভ শহরটি আংশিকভাবে নিয়ন্ত্রণ করছে।