এসএসসির প্রথম পরীক্ষা পেছাল
প্রকাশিত হয়েছে : ১ ফেব্রুয়ারি ২০১৫, ৮:০০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিএনপির ডাকা হরতালের কারণে এবারের এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা পেছানো হয়েছে।
পরিবর্তিত সময় অনুযায়ী ২ ফেব্রুয়ারির বাংলা ১ম পত্র পরীক্ষাটি ৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। সে হিসেবে এবার এসএসসি পরীক্ষা শুরু হবে ৪ ফেব্রুয়ারি থেকে, বাংলা ২য় পত্র পরীক্ষার মধ্য দিয়ে।
আজ ১ ফেব্রুয়ারি রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা আমাদের শিশুদের হিংস্রতার মুখে ঠেলে দিতে পারি না। আমরা বিএনপির প্রতি আহ্বান জানিয়েছি পরীক্ষার সময় হরতাল না দিতে। তারা সে আহ্বান বিবেচনা করেননি। তাই পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হলাম। আমরা তাদের মতো দায়িত্বজ্ঞানহীন হতে পারি না। আশা করি আগামী পরীক্ষাগুলোর মধ্যে তারা আর হরতাল ডাকবেন না।’
উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি বোর্ডের অধীনে সারাদেশের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।