আজ কুলাউড়ায় বদরপুরী (রহ.) এর ইছালে সওয়াব
প্রকাশিত হয়েছে : ১ ফেব্রুয়ারি ২০১৫, ৫:০৯ পূর্বাহ্ণ
নাজমুল ইসলাম ::
আজ ১ ফেব্রুয়ারি রবিবার কুতুবুল আউলিয়া হাদিয়ে যামান শাহ্ সুফী আলহাজ্জ হযরত মাওলানা আবু ইউছুফ মো. ইয়াকুব ছাহেব বদরপুরী (রহ.) এর ৫৬ তম ইছালে সওয়াব উপলক্ষে আজিমুশ্বান জলছা অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের ফুলতলী (রহ.) এর হাজার হাজার মুরিদীন-মুহব্বিনগণ ঐতিহাসিক কুলাউড়া আলালপুর আলহাজ্ব আত্তর খান হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে এই মাহফিলে সমবেত হবেন।
আজিমুশ্বান জলছায় সভাপত্বিত করবেন ফুলতলী (রহ.) এর বড় ছেলে মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ছাহেব।
এছাড়া বয়ান পেশ করবেন মাওলানা সৈয়দ জুনাইদ আহমদ আল মাদানী (ভারত), ছাহেব জাদায়ে ফুলতলী হযরত মাও. অধ্যক্ষ নজমুদ্দীন চৌধুরী, হযরত মাও. শিহাব উদ্দিন চৌধুরী, হযরত মাও. মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী, হযরত মাও. কমর উদ্দিন চৌধুরী, হযরত হাফিজ ফখর উদ্দিন চৌধুরী, আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি হযরত মাও. আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী, হযরত মাও. অধ্যক্ষ সরকার মোহাম্মদ কাফিল উদ্দিন সালেহি, ঢাকা বিশ্হবদ্যযিালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্রযাপক হযরত মাও. আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলী, হযরত মাও. বদরুজ্জামান রিয়াদ, হযরত মাও. অধ্যক্ষ আব্দুল কাইয়ুম সিদ্দিক, হযরত মাও. ছালিক আহমদ সৎপুরী, মাও. শিহাব উদ্দিন চান্দগ্রাম প্রমুখ।
এছাড়া দেশ ও বিদেশের বিশিষ্ট উলামায়ে কেরাম ওয়াজ ফরমাইবেন।
উক্ত মাহফিলে সবাইকে দলে দলে যোগদান করার জন্য আরজ গোজার করেছেন মো. নজমুদ্দীন চৌধুরী ফুলতলী ও হাফিজ মো. মহসিন খান আলালপুরী।
এদিকে কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ আজিমুশ্বান জলছাকে সুন্দরভাবে সফল করার লক্ষে মৌলভীবাজার ২০ দলীয় জোটের নেতৃবৃন্দকে অবরোধ শিথিল রাখার আহ্বান জানিয়েছেন এবং সর্বস্তরের নবীপ্রেমিক মুসলমানদের উক্ত মাহফিলে শরীক হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ।
উক্ত মাহফিলে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন কুলাউড়া উপজেলার আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ।