পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৬০
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০১৫, ১২:০৩ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে শিকারপুরে শিয়া মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০। এ ঘটনায় আরো ৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ সূত্র।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের অন্যতম প্রধান শহর শিকারপুরে শুক্রবার জুমার নামাজের পর চালানো এ হামলাকে আত্মঘাতী বোমা হামলা বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ ব্যাপারে পুলিশ বিভাগ এখনও কিছু নিশ্চিত করেনি। বোমা হামলায় মসজিদের ছাদ ভেঙে পড়লে অধিকাংশ ব্যক্তি নিহত হয়। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত ৪৬ জনের মৃতদেহ শনাক্তের খবর জানিয়েছে।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল কুদ্দুস কালওয়ার বলেছেন, ‘নিহতদের মধ্যে চারজন শিশুও আছে। মৃতের সংখ্যা বাড়তেও পারে। কারণ আহত ব্যক্তিদের অনেকের অবস্থা গুরুতর।’ হামলার ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এর পূর্ণাঙ্গ ও বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের তেহেরিক-ই-তালিবান নামক জঙ্গিগোষ্ঠীর অন্তর্ভুক্ত জুনদুল্লাহ্ গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে। শিয়া মতাবলম্বীদের নিজেদের শত্রু আখ্যায়িত করে এ হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে তারা।
শিয়া মতাবলম্বীদের সংগঠন ‘মজলিস ওয়াহ্দাতুল মুসলিমিন’ এ ঘটনায় শোক পালনের আহবান জানিয়েছে। এছাড়া সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী কাইম আলি শাহ্ হামলায় নিহতদের স্মরণে প্রদেশজুড়ে একদিনের শোকদিবস পালনের ঘোষণা দিয়েছেন।