শনিবার শ্রীমঙ্গলে ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৫, ১০:১৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সদস্য সচিব এম ইদ্রিস আলীসহ উপজেলা-পৌর বিএনপি এবং উপজেলা ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ও পুলিশি হয়রানির প্রতিবাদে আগামীকাল ৩১ জানুয়ারি শনিবার সকাল-সন্ধ্যা শ্রীমঙ্গলে আহ্বান করেছে ২০দলীয় জোট।
হরতাল কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আজ ৩০ জানুয়ারি শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর ২০দলীয় শ্রীমঙ্গল শহরে বিক্ষোভ মিছিল করে।
সাগরদীঘি রোডে সংক্ষিপ্ত সমাবশে বক্তব্য রাখেন জামায়াতের মো. মনির মিয়া, সেচ্ছাসেবক দলের মহিউদ্দিন ঝাড়,– তাঁতীদলের সভাপতি সেলিম আহমদ ও সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন, ছাত্রদল নেতা টিটু আহমদ, সোলেমান মিয়া প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইদ্রিস আলী হরতাল আহ্বানের সত্যতা স্বীকার করেছেন।