মেক্সিকোর শিশু হাসপাতালে বিস্ফোরণে শিশুসহ ৭ নিহত, আহত ৫০
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৫, ৫:৫৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মেক্সিকোর একটি শিশু হাসপাতালের বাইরে গ্যাসবাহী ট্রাক বিস্ফোরিত হয়ে অন্তত চার শিশুসহ ৭ জন নিহত হয়েছে।
মেক্সিকো সিটির পশ্চিমের কুয়াজিমালপা শহরের মেটারনিটি ও চিলড্রেন হাসপাতালের এ মর্মান্তিক ঘটনায় ২০ শিশুসহ প্রায় ৫০ জন আহত হয়েছে। এদের বেশির ভাগই ছুটে আসা ভাঙা কাচের টুকরায় আহত হয়েছে।
শক্তিশালী বিস্ফোরণে হাসপাতালটির প্রায় অর্ধেক অংশ বিধ্বস্ত হয়েছে।
হাসপাতাল ও পুলিশ জানায়, ভাঙা পাইপের কারণে হাসপাতালের বাইরের গ্যাসবাহী ট্রাকে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের যথার্থ কারণ বের করার জন্য তদন্ত চলছে বলেও জানান হয়েছে।
শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত হাসপাতাল এলাকা খালি করার নির্দেশ দিয়েছেন শহরটির মেয়র। এদিকে, ধ্বংসস্তূপের ভেতরে এখনো অনেকে আটকা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে।