কুতুবদিয়ায় যাত্রীবাহী ট্রলার ডুবি
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৫, ৮:১৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
অবৈধ পথে মালয়শিয়া যাবার সময় চট্টগ্রামের কুতুবদিয়ায় আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার ভোররাতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে।
ধারণা করা হচ্ছে, ট্রলারটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। এপর্যন্ত ৩১জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) তোফায়েল আহমেদ জানান, গতকাল রাত ১১টার দিকে চট্টগ্রামের মাঝির ঘাট থেকে ৬০-৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি রওনা দেয়। উদ্ধার হওয়া ৩৮ জনের মধ্যে কুতুবদিয়া থানায় ৩১ জন ও মহেশখালী থানায় সাতজন আছেন। এঁদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
এখনও নিখোঁজ রয়েছে অনেকে। উপকূল রক্ষী বাহিনীর পূর্বজোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত জানান, উদ্ধারকৃতদের তিনজনকে সংকটাপন্ন অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে কোস্টগার্ডের দু’টি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছায়।
পাশাপাশি নৌবাহিনীর দু’টি জাহাজও সেখানে রয়েছে।
ক্যাপ্টেন এম শহিদুল ইসলাম আরও জানান, কবুতর চরের দিকে ডুবে যাওয়া একটি ট্রলার উদ্ধার করা হলেও এটিই দুর্ঘটনা কবলিত মালয়শিয়াগামী যাত্রীবাহী ট্রলার কিনা তা এখনও নিশ্চিত নয়।