ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং বরখাস্ত
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৫, ৬:১০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নয়া দিল্লি ছাড়ার এক দিনের মাথায় ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিংকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে দেশটির সরকার, যদিও এখনো মেয়াদ পূর্তির সাত মাস বাকি ছিল তার।
এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে আক্ষরিক অর্থে শীর্ষ পর্যায় থেকে ঝাঁকুনি খেল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আরো কয়েকটি জ্যেষ্ঠ কর্মকর্তার পদে পরিবর্তনের আভাসও রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ কমিটির সঙ্গে বৈঠকের পর গতকাল বুধবার রাতে পদত্যাগ করেন সুজাতা সিং।
রাতেই সরকারি এক ঘোষণায় বলা হয়, “পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের মেয়াদ কাটছাঁটের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে।”
সুজাতার জায়গায় যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত সুব্রামানিয়াম জয়শঙ্করকে নতুন পররাষ্ট্র সচিব করা হয়েছে।
২৮ বছর আগে ১৯৮৭ সালে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এপি ভেঙ্কটেশবরণকে অপসারণের পর প্রথম কোনো পররাষ্ট্র সচিব হিসেবে সুজাতাকে এভাবে সরানো হলো।
সুজাতা সিংয়ের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসন্তোষের কথা কয়েক মাস ধরেই প্রকাশ্যে চলে এসেছিল। পররাষ্ট্র সচিব পদে পরিবর্তনের কথা উঠলেও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাকে রাখার পক্ষে অবস্থান জানিয়ে আসছিলেন বলে বলা হয়। অবশেষে ওবামার সফরের পর তাকে সরানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো।
নতুন পররাষ্ট্র সচিব জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের আগে চীন ও সিঙ্গাপুরে রাষ্ট্রদূত ছিলেন।
ভারতের ‘স্ট্রাটেজিক গুরু’ হিসেবে পরিচিত কে সুব্রামানিয়ামের ছেলে জয়শঙ্কর। ২০১৩-১৪ সালে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা নিরসনে তার ভূমিকাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। চীনে রাষ্ট্রদূত থাকাকালে ভারতের বিভিন্ন রাজ্যে দেশটি থেকে বড় অঙ্কের বিনিয়োগ আসার জন্যও তাকে কৃতিত্ব দেওয়া হয়।
পরবর্তীতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও তার ভূমিকাকে গুরুত্বপূর্ণ ধরা হয়।
গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে চীন সফরে গিয়ে দেশটির অনেক বিনিয়োগকারীর সঙ্গে সাক্ষাৎ হয় মোদীর। ওই সফর ফলপ্রসূ হওয়ায় সে সময়কার রাষ্ট্রদূত জয়শঙ্করের প্রতি খুব সন্তুষ্ট হয়েছিলেন তিনি।