মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেল উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৫, ১০:১৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার সরকারি কলেজের বিপ্লবী লীলা নাগ ছাত্রী হোস্টেলের উদ্বোধন করেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি। আজ ২৮ জানুয়ারি বুধবার দুপুরে এক অনুষ্ঠানে ফলক উন্মোচন করা হয়।
কলেজের অধ্যক্ষ শহীদুল্লাহ’র সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক হাবিবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আ,লীগ সাংগঠনিক সম্পাদক সম্পাদক সাইফুর রহমান বাবুল, মহিলা আ’লীগ সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন, নাট্যকার আব্দুল মতিন, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিহির কান্তি দেব মিন্টু, জেলা ছাত্রলীগ সভাপতি মো. জাকারিয়া প্রমুখ।
এরপর মন্ত্রী মৌলভীবাজার সরকাররি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধক্ষ বদরুজ্জামান, অধ্যাপক মোমনুর রহমান, ইমরান আহমদ, মাহমুদুল হাসান শাহী, মিজানুর রহমান, মোহাম্মদ মুহসিন, কামরুল ইসলাম প্রমুখ।