আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, ৫৩ জঙ্গি হতাহতের দাবি
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৫, ৭:০৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
তালেবান অধ্যুষিত আফগান সীমান্তের কাছে পাকিস্তান সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৫৩ সন্ত্রাসী নিহত হয়েছে।
পাকিস্তান সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, নিখুঁত নিশানায় বিমান হামলার পর ৫৩ জন সন্ত্রাসী নিহত হয় যার মধ্যে কয়েকজন বিদেশি রয়েছে। পাক সামরিক বাহিনীর বিবৃতিতে আরো বলা হয়েছে, আফগান সীমান্তবর্তী উত্তর-ওয়াজিরিস্তানের দাত্তা খেল এলাকায় এ হামলা চালানো হয়।
সেনাবাহিনী জানিয়েছে, বিমান হামলায় সন্ত্রাসীদের ছয়টি আস্তানা, একটি গোলাবারুদের ডিপো এবং বিস্ফোরক বোঝাই সাতটি গাড়ি ধ্বংস করা হয়েছে।
গত বছরের ১৬ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ার শহরের আর্মি পাবলিক স্কুলে উগ্রবাদী তালেবান সন্ত্রাসীদের হামলায় প্রায় ১৫০ ব্যক্তি নিহত হওয়ার পর দেশটির সেনাবাহিনী তালেবান-বিরোধী অভিযান জোরদার করেছে। এছাড়া, দেশটির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের বিরুদ্ধে ফাঁসির আদেশ কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।