বৃহস্পতিবার সিলেট বিভাগে ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৫, ১০:৫৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা দায়েরের প্রতিবাদে আগামী ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।
আজ ২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা ও মহানগর বিএনপিসহ ২০ দলীয় জোটের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইমরান আহমদ চৌধুরী সকাল-সন্ধ্যা হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।