প্রতিবাদের মুখে ক্ষমা চাইলেন শিক্ষক, ১ সপ্তাহের ক্লাসে নিষেধাজ্ঞা
মৌলভীবাজারে ইসলাম ধর্ম নিয়ে কলেজ শিক্ষকের কটূক্তি
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৫, ৭:৫৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
‘কোরআন মানুষকে ভুল শিক্ষা দেয়, ইসলাম মারামারির ধর্ম, সাম্যবাদ প্রতিষ্ঠিত করতে হলে পুরুষকে ও বোরকা পড়তে হবে’ এমন কটূক্তির পর মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্দুর রউফ এর দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণ চেয়ে সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছে। তাদের প্রতিবাদের মুখে কটূক্তিকারী শিক্ষক ক্ষমা প্রার্থনা করার পরও উত্তেজনা প্রশমিত না হলে কলেজের প্রিন্সিপাল শাস্তি স্বরুপ ওই শিক্ষককে এক সপ্তাহ কলেজের নিয়মিত ক্লাস থেকে বিরত রাখবেন এবং প্রয়োজনে সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আলোচনা করে তাকে অন্যত্র বদলীর আশ্বাস দিলে উত্তেজনা প্রশমিত হয়।
সরেজমিন কলেজের শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার বাংলা বিভাগের শিক্ষক আব্দুর রউফ একাদশ শ্রেণীর বাংলা ক্লাসে কাজী নজরুলের সাম্যবাদী কবিতা পড়ানোর সময় সাম্যবাদ প্রতিষ্ঠা করতে হলে নারীর পাশাপাশি পুরুষকেও বোরকা পড়তে হবে বলে মন্তব্য করেন। এসময় তিনি কুরআনের সুরা তওবার প্রসঙ্গ টেনে ইসলাম মারামারির ধর্ম ও কুরআন মানুষকে ভুল শিক্ষা দেয় বলে কটূক্তি করেন।
বিষয়টি কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে মঙ্গলবার তারা ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণ চেয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। ছাত্রদের আন্দোলনের মুখে প্রভাষক আবদুর রউফ ক্ষমা প্রার্থনা করেন। এসময় তার পক্ষে অন্যান্য শিক্ষকরাও ক্ষমা চান। এতেও উত্তেজনা প্রশমিত না হলে কলেজের প্রিন্সিপাল মো. শহীদুল্লাহ কটূক্তিকারী শিক্ষককে শাস্তি স্বরূপ এক সপ্তাহের নিয়মিত ক্লাসে আসা নিষিদ্ধ করেছেন এবং প্রয়োজনে সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আলোচনা করে তার বদলীর ব্যাপারে সিদ্ধান্ত নিবেন বলে আন্দোলনকারী শিক্ষার্থীদের আশ্বস্থ করেন।
কলেজের প্রিন্সিপাল মো. শহীদুল্লাহ কলেজের প্রশাসনিক ভবনে সাংবাদিকদের বলেন, প্রভাষক আব্দুর রউফ এ রকম কটূক্তি করেছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করছেন। এজন্য উক্ত শিক্ষক কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এ সময় প্রিন্সিপালের অফিসে বসা অভিযুক্ত শিক্ষকের সাথে কথা বলতে চাইলে অন্যান্য শিক্ষকরা তার হয়ে বলেন, তিনিসহ আমরা সকলেই এজন্য মাফ চেয়েছি।