ভারতের উন্নয়নে আমেরিকার সহযোগিতার অঙ্গীকার
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৫, ৮:৫৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আমেরিকার প্রেসিডেন্টে ওবামার আজ ২৭ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়ামে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভাষণ দেন ওবামা। তিনি আজ মঞ্চে এসে সবাইকে ‘নমস্তে’ বলে সম্বোধন করে বক্তব্য শুরু করেন। ওবামাকে প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ দেন।
তিনি বলেন, গান্ধীজির ভূমিতে আসতে পারা আমার জন্য একটি সৌভাগ্যের বিষয়। স্বামী বিবেকানন্দ হিন্দুত্ব এবং যোগকে নিয়ে আমেরিকায় এসেছিলেন। আজ ১০০ বছর পরে বিবেকানন্দকে স্মরণ করছি। ভারত-আমেরিকা উত্তম সহযোগী। মোদির সঙ্গে মিশে আমি এই লক্ষ্যে পদক্ষেপ নিয়েছি। আমেরিকা ভারতের উন্নয়নের জন্য প্রতি ক্ষেত্রে সহযোগিতা করবে।
ওবামা আজ মন্তব্য করেন, ভারতে একজন চা বিক্রেতাও প্রধানমন্ত্রী হয়েছে। আমার দাদাও ব্রিটিশ সেনাবাহিনীতে একজন রাঁধুনির কাজ করেছে। আমার স্ত্রী মিশেলের পূর্বপুরুষরা দাস ছিল।
ওবামা বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ভারতের ভূমিকা সবচেয়ে গুরুত্ব পূর্ণ। আমাদের সবার উদ্দেশ্য পরমাণবিক হুমকি থেকে দুনিয়াকে মুক্ত করা। আমাদের বন্ধুত্ব পারমাণবিক সহযোগিতা থেকে আরো বাড়ছে। জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়া উচিত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুটি দেশকে একসঙ্গে লড়াই করতে হবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন পৃথিবীর জন্য বড় চ্যালেঞ্জ। প্রত্যেক শিশুর বিশুদ্ধ হাওয়া এবং পানি পাওয়ার অধিকার রয়েছে। আমদের এই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। ক্লিন এনার্জির জন্য ভারতকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে।
ওবামা এভাবে নানা প্রসঙ্গ তুলে ভারতীয় কায়দায় ‘জয় হিন্দ’ বলে তার বক্তব্য শেষ করেন।