ময়মনসিংহ বিভাগ গঠনে কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৫, ৮:৫৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ময়মনসিংহ বিভাগ গঠনের কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ঢাকাকে ভেঙে ফরিদপুর বা গোপালগঞ্জে কোনো বিভাগ করা যায় কি না, আর চট্টগ্রামকে ভেঙে নোয়াখালী বা কুমিল্লাকে আলাদা বিভাগ করা যায় কি না, এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
এর আগে গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাকে ভেঙে তিনটি বিভাগ করার বিষয়ে কথা বলেন।
এ ছাড়া আজকের সভায় চা আইন-২০১৫ ও চা-শ্রমিক কল্যাণ আইন-২০১৫-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশের আর্থসমাজিক অগ্রযাত্রা ও সামষ্টিক অর্থনীতির তুলনামূলক চালচিত্র সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।