নরসিংদীতে গণপিটুনিতে ৭ ডাকাত নিহত
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৫, ৫:০৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
নরসিংদী সদর উপজেলার ভাটপাড়া এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে সাতজন নিহত হয়েছে।
গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত আরও একজন নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
হতাহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচদোনা ইউনিয়নের টাকশাল গ্রামের এরশাদ মুন্সির ছেলে আনিছুল ইসলামের বাড়িতে রাত পৌনে ৩ টার দিকে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত প্রথমে পুলিশ পরিচয় দিয়ে বাড়ির দরজা খুলতে বলে। পরে না খুললে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। এ সময় অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন জিনিসপত্র ডাকাতি করে। পরে বাড়ির লোকজনদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এতে ডাকাতরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এর মধ্যে স্থানীয় মসজিদের মাইকে ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে ঘোষণা দেওয়া হয়। পরে গ্রামের লোকজন ডাকাতদের ঘিরে ফেলে। ডাকাতরা পালানোর চেষ্টা করলে গণপিটুনি দেওয়া শুরু করে গ্রামবাসী। এতে ঘটনাস্থলে সাত ডাকাত নিহত হন। এছাড়া একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাতজনের লাশ বিভিন্ন স্থানে পড়ে ছিল। পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশের সংখ্যা আরও বাড়তে পারে।