বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করায় কুলাউড়ায় গ্রেফতার ৫
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৫, ৬:২৮ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ২৫ জানুয়ারি রোববার রাত সাড়ে ১০টার দিকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান, পুলিশ পরিদর্শক(তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে বঙ্গবন্ধু ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী সম্পর্কে আজেবাজে কথা লিখে মোবাইল ফোন মাধ্যমে প্রচার করার অভিযোগে কুলাউড়া থানায় ১৮ জনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। আসামীদের গ্রেফতারের লক্ষে কুলাউড়া উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ।
গ্রেফেতারকৃতরা হলো- ব্রাহ্মণবাজার কোনাগাঁও গ্রামের শাহীন আহমদ (২২), পশ্চিম সিংগুর গ্রামের ইকবাল (১৯), ফেঞ্চুগঞ্জ উপজেলার নজরুল ইসলাম (৩৫), সিলেটের গোলাপগঞ্জ সুয়েজ আহমদ (৩৫) ও সুমন আহমদ (২৪)।
কুলাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাজী শাহেদুল ইসলাম জানান, আটককৃত সুয়েজ আহমদ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবিতে অশালীন বক্তব্য একে অপরের মোবাইল ফোনে সেটা আদান-প্রদান করে। তাদের কাছে এ রকম কটূক্তি লেখার ও প্রচার করার প্রমাণ পাওয়া গেছে।
তাদের কাছে দুটি মোবাইল ফোন, দলের চাঁদা দেয়ার রশিদ এবং মৌলভীবাজার জেলা কারাগারে বন্দিদের নামে জমাকৃত টাকা প্রদানের ৩টি রশিদ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, দেশে চলমান হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পেট্রোল, লোহার রড, বাঁশের লাঠি ও ইটসহ হামলাকারীদের সক্রিয় সদস্য।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তি ৫৭/২ বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ ২৬ জানুয়ারি সোমবার আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।