বাংলাদেশে হিন্দি ছবি প্রদর্শনের প্রতিবাদ-বিক্ষোভে চলচ্চিত্রের শিল্পী ও কর্মীরা
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০১৫, ৬:২৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশে একটি হিন্দি ভাষার চলচ্চিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চলচ্চিত্রের শিল্পী ও কর্মীরা। তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশের প্রধান চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র, এফডিসিতে কর্মবিরতিরও ঘোষণা দিয়েছেন।
তবে এর মধ্যেই দেশের প্রায় পঞ্চাশটি প্রেক্ষাগৃহে সালমান খান অভিনীত কয়েক বছর আগের ওই সিনেমাটি প্রদর্শন শুরু হয়েছে।
ঢাকার সিনেমা জগতের শিল্পী-কলাকুশলীরা বলছেন, তারা মনে করেন ভারতীয় হিন্দি ছবি বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শন দেশীয় চলচ্চিত্রশিল্পের জন্য ব্যাপক ক্ষতির কারণ হবে।
কাওরানবাজারের একটি সিনেমা হলে ওই ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনী শুরু হয়েছে সকাল থেকেই।
টিকেট বিক্রেতারা জানান, যেরকম আশা করা হয়েছিল, দর্শকদের সাড়া অনেক কম।
সাফটা চুক্তির আওতায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে চলচ্চিত্র বিনিময়ের সুযোগ থাকলেও, এভাবে ব্যাপক পরিসরে, প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমার প্রদর্শন এবারই প্রথম।
সংশ্লিষ্টরা বলছেন, ২০১০ সালে যখন আমদানি-রপ্তানি নীতিমালা সংশোধনীর সময়, একটি ছোট ভুলের কারণে হিন্দি ছবি আমদানির সুযোগ পায়।
এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও সেন্সর কমিটির সদস্য হারুন অর রশিদ বলছেন, এটা একেবারেই বিছিন্ন একটি ঘটনা, যা নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই।
ছবিটির আমদানিকারকদের একজন, ইফতেখার উদ্দিন নওশাদের মতে, কোন ছবি কে দেখবে, সেটা দর্শকদের বেছে নেয়ার সুযোগ থাকতে হবে। তার দাবি, এই ছবিটি বরং বাংলাদেশের চলচ্চিত্রের জন্য সহায়ক হবে।
তবে পরিচালক সোহানুর রহমান সোহান বলছেন, ছবিটি মুক্তি পেলেও, তাদের আন্দোলন অব্যাহত থাকবে, যাতে হিন্দি বা উর্দু ভাষার আর কোন ছবি বাংলাদেশে মুক্তি না পায়।
যতদিন এই সিদ্ধান্ত না হবে, ততদিন এফডিসিতে তারা আর কোন কাজ করবেন না বলেও তিনি জানান।