শমশেরনগরে চা বাগানের শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০১৫, ৫:০৮ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে চা বাগানের ছাত্রছাত্রীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শমশেরনগর চা বাগানের সংগঠন উত্তরণ বাংলাদেশ-এর উদ্যোগে গতকাল ২৩ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে নয়টায় এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শমশেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে শমশেরনগর বাগান ও ফাঁড়ি কানিহাটি, দেওছড়া, বাঘিছড়া ও ডবলছড়ার ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সাড়ে চার শত ছাত্র এ পরীক্ষায় অংশ গ্রহণ করে। গতকাল ২৩ জানুয়ারি শুক্রবার দুই দফায় এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উত্তরণ বাংলাদেশের সভাপতি অনুময় বর্মা জানান, সমাজসেবী নাসরীন এস জাহানের সহযোগিতায় এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধায় প্রথম থেকে তৃতীয় স্থান লাভকারীকে বিশেষ সনদ, নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করা হবে।